Vidmate থেকে সরাসরি ভিডিও মেমোরি কার্ডে ডাউনলোড করার উপায় – by Lyrics Porun
যারা এ্যান্ড্রয়েট ফোন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে, Vidmate থেকে ভিডিও ডাউনলোড করলে ফোন মেমোরিতে ডাউনলোড হয়। আর আমি আজ দেখাব যে কিভাবে আপনারা মে
হ্যালো ভিউয়ার, কেমন আছেন আপনারা, আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালো আছি…আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে আপনারা Vidmate থেকে সরাসরি ভিডিও মেমোরি কার্ডে ডাউনলোড করবেন।
যারা এ্যান্ড্রয়েট ফোন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে, Vidmate থেকে ভিডিও ডাউনলোড করলে ফোন মেমোরিতে ডাউনলোড হয়। আর আমি আজ দেখাব যে কিভাবে আপনারা মেমোরিতে ভিডিও গুলি ডাউনলোড করবেন। চলুন শুরু করি,
আপনারা প্রথমে Vidmate App টি ওপেন করুন, তারপর Me নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
Me অপশনে ক্লিক করলে, তারপর Settings নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
তারপর নতুন পেজে Download নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
তারপর Download Path Setting নামে একটা অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
ক্লিক করার পর দেখতে পাবেন Storage সেখানে আপনার ফোন মেমোরি সিলেক্ট থাকবে।
আপনাকে মেমোরি কার্ড সিলেক্ট করে দিতে হবে। আপনার কাজ শেষ, এখন থেকে আপনি যা কিছু ডাউনলোড করবেন সব মেমোরি সেভ হবে।
আশাকরি পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ব্লগটি এতটুকু পরিমাণ আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। যাতে তারাও শিখতে পারে।ভালো থাকুন সুস্থ্য থাকুন।
ধন্যবাদ
Post a Comment